ফেনীর ছাগলনাইয়া পরশুরাম এবং চট্টগ্রামে মিরসরাই সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, চিনি, সিগারেট এবং মদ জব্দ করেছে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদস্যরা। গত শনিবার দিবাগত রাতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) দেবপুর, মধুগ্রাম, গুথুমা এবং অলিনগর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে। গতকাল রোববার (৬ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।

বিজিবি জানায়, অভিযানে পরশুরামের সীমান্তবর্তী বাঁশপদুয়া এলাকা, ছাগলনাইয়ার সীমান্তবর্তী জয়নগর, জঙ্গলমিয়া ও পূর্ব মধুগ্রাম এলাকা এবং মীরসরাই উপজেলার সীমান্তবর্তী পশ্চিম অলিনগর এলাকা হতে জব্দ করা ভারতীয় শাড়ি, চিনি, সিগারেট এবং মদের আনুমানিক মূল্য ৪০ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়েছে।

বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণের মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা।