ফেনীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার (২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, তাদের মধ্যে ১৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, বাকী একজন হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানে সোনাগাজী থেকে ২ জন, পরশুরাম থেকে ২ জন, দাগনভূঞা থেকে ৪ জন, ছাগলনাইয়া থেকে ২জন, ফুলগাজী থেকে ৪ জন এবং ফেনী সদরের বালিগাঁওয়ের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে সোনাগাজী থেকে পৌর আওয়ামী লীগের সহসভাপতি নূর আলম মিষ্টার (৪৮) ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মুন্না আজীজ (৩০), পরশুরাম থেকে পৌর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. ইব্রাহিম মজুমদার (৪২) এবং ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মো. আলী (২১), দাগনভূঞা থেকে ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন মাসুদ (৪৮), পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজীব (৩৯), রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আবুল খায়ের পাটোয়ারী (৬৩) এবং পৌর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক সাইমুন ইসলাম প্রকাশ রাহীম (২২), ছাগলনাইয়া থেকে পৌর আওয়ামী লীগ সদস্য মো. সোহাগ (২৯) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল (৩৩), ফুলগাজী থেকে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ মজিবুল হক (৬৬), আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জব্বার (৬০), মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য আঃ মোতালেব ভূইয়া (৫৪), উপজেলা আওয়ামী লীগ সদস্য কাজী নুর আলম (৫৪) এবং ফেনী সদর থেকে বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহাম্মদ মাহফুজ মিয়া (৪৬) কে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানার ওসি জানান, তাদের মহিপালে ছাত্র-জনতা হতাহতের মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের নুর আলম চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে হাসপাতালে রয়েছেন। বাকীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৈবষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনীর মহিপালে গণহত্যার ঘটনায় ফেনী মডেল থানায় ৮টি হত্যা ও ৩টি হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।