সিনিয়র সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খালেদ হোসেন
ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন৷ গতকাল রবিবার (৮ আগষ্ট) পুলিশ হেডকোয়ার্টার থেকে পদোন্নতির খবর জানানো হয় বলে দৈনিক ফেনীকে জানান খালেদ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত খালেদ হোসেনকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন ফেনী পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী বিপিএম পিপিএম। আজ সোমবার (৯ আগষ্ট) পুলিশ সুপার কার্যালয়ে ফুলেল তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাঈনুল ইসলাম (পিপিএম বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইং অং প্রু সহ জেলা পুলিশের কর্মকর্তারা।
সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত খালেদ হোসেন দৈনিক ফেনীকে জানান , গতকালই পুলিশ হেডকোয়ার্টার থেকে পদোন্নতির সংবাদটি জেনেছি। কাজের স্বীকৃতি পেলে সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও এর ব্যাতিক্রম নয়। এ পদোন্নতি আমাকে দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ যোগাবে। পদোন্নতির পাওয়ায় শুভেচ্ছার জন্য ফেনীর পুলিশ সুপার ও সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা।