ডেঙ্গু ও মশা বাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে ফেনী মডেল থানা প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। আজ মঙ্গলবার (৩ আগস্ট) সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সহ পুলিশ সদস্যরা।
ওসি নিজাম উদ্দিন জানান, ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মডেল থানা প্রাঙ্গন ও এর আশপাশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। সাম্প্রতিক ডেঙ্গু বিস্তারের সম্ভাবনা থাকায় পুরো থানা এলাকা পরিষ্কার করে মশানাশক ঔষধ ছিটানো হয়েছে।
তিনি আরও জানান, থানা এলাকায় থাকা বিভিন্ন সময়ো মামলার আলামত হিসেবে জব্দকৃত গাড়ী ও মোটরসাইকেলের কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম কিছুটা সমস্যা হয়। আদালতের নির্দেশনা ব্যাতিত এসকল সম্পদ সরানো বা কোন কিছু করার সুযোগ নেই৷ এরপরও কর্মরত পুলিশ ও থানায় আগতদের সুরক্ষার কথা বিবেচনা করে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।