ফেনী শহরের জেল রোডে অভিযান চালিয়ে ৩৪৫ ইয়াবাসহ মোঃ ইমাম হোসেন আরাফাত (২২) নামে ফুলগাজীর এক যুবককে গ্রেফতার র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার (৬ মে) বিকাল পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান।
র্যাব কর্মকর্তা জানান, মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে ফেনী শহরের জেল রোড ফাইভ স্টার হোটেলে সামনে অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালাতে চেষ্টা করলে ধাওয়া করে তাকে র্যাব-৭ সদস্যরা আটক করে। পরে তার প্যান্টের ডান পকেটে নীল রংয়ের পলিপ্যাকে মোড়ানো ৩৪৫ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। সে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের ফয়জুল্লাহর ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
আরাফাত দীর্ঘদিন মাদক কেনাবেচার সাথে জড়িত রয়েছে বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান মাহফুজুর রহমান।