২৮ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।
ফেনীর শহরের বিরিঞ্চির কামাল হাজারী সড়কে ভবন থেকে পড়ে মোঃ সোহেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধরাত (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে খোন্দকার মসজিদের সামনে শাহ আলমের বিল্ডিংয়ের ভবনে ৪র্থ তলা থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সোহেল কুমিল্লার নাঙ্গলকোটের মনির আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, মৃত্যুর খবর পুলিশকে জানালে বুধবার রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ফেনী মডেল থানার পরিদর্শক এসআই মনির হোসেন জানান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের স্ত্রী শারমিন আক্তারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। সে নেশাগ্রস্ত অবস্থায় অথবা চুরি করতে গিয়ে অসাবধানতা বশতঃ পড়ে গেছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।