২৬ নভেম্বর, ২০১৯ ।। ফেনী ডেস্ক।।

১৬ কোটি টাকা মূল্যের ১ কেজি কোকেনসহ আনোয়ার হোসেন নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। আটককৃত আনোয়ার ফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকার মো. কামাল হোসেনের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, এক কেজি কোকেনসহ আনোয়ার হোসেনসহ জব্দকৃত কোকেনের দাম প্রায় ১৬ কোটি টাকা। আটক আনোয়ার নগরের আকবরশাহ থানার বিশ্বকলোনী পি-ব্লকে বসবাস করেন।


মাহমুদুল হাসান মামুন আরও জানান, আনোয়ার কোকেনগুলো বিক্রির জন্য বড়পোল এলাকায় এসেছিলেন। তিনি এসব কোকেন কীভাবে সংগ্রহ করেছেন বা কোত্থেকে এনেছেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।