ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বারসহ নুরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আটক নুরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়। তার বাবার নাম জহির আহাম্মদ। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফেনী ক্যাম্প কমান্ডার ও এএসপি জোনায়েদ জাহেদী।
তিনি জানান, উদ্ধারকৃত প্রতিটি বারের ওজন ১১৫ গ্রাম। প্রতিটি বারের বাজারদর ৭ লাখ টাকা এবং মোট মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
স্কোয়াড কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে স্থানীয় সাদিয়া হোটেলের সামনে সাদা রংয়ের প্রাইভেট কারটি থামানোর চেষ্টা করলে চালক দ্রুত পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম ৮টি বার নিজের বলে জানান। তবে অন্য বারগুলো কাদের তা তদন্ত চলছে এবং মামলার প্রক্রিয়া চলছে।