ফেনী শহরের বিসিক এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ আশিষ মজুমদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান জানান, আজ রবিবার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকার সুরাইয়া ফ্যাশন এন্ড ড্রেস হাউজের সামনের রাস্তা হতে তাকে আটক করা হয়েছে।
ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোঃ নুরুল হকের নেতৃত্বে একটি দল ওই স্থানে অভিযান চালায়। অভিযানে আশিষের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশী চালনো হয়। তল্লাশীতে তার সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতর ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। আটক আশিষ চট্টগ্রামের সন্দীপ জেলার কাছিয়াপাড় মানিক মজুমদার বাড়ির ধীরেন্দ্র মজুমদারের ছেলে।
এ এন এম নুরুজ্জামান জানান, তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।