সোনগাজী হতে নিখোঁজ হবার সাত মাস পর মাদ্রাসা শিক্ষার্থী তানভীর আহমেদের (১২) সন্ধান মিলেছে চট্টগ্রামে। শনিবার (৩ অক্টোবর) রাতে তাকে চট্টগ্রামের কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় হতে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
ওসি জানান, চলতি বছরের মার্চ মাসের ৩ তারিখে সোনাগাজী বাজার হতে নিখোঁজ হয়ে যায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্চর গ্রামের আলমগীর হোসেনের ছেলে তানভীর। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওইদিন রাতে থানায় একটি সাধারণ ডায়েরী করেছিলেন তার বাবা। গতকাল শনিবার রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানার নিউমার্কেট এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। এসময় নাম ঠিকানা জিজ্ঞেস করলে তার পরিচয় প্রকাশ পায়। পরে কোতয়ালি থানা পুলিশ বিষয়টি আমাদের জানালে থানার এসআই সাইফ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামে গিয়ে তানভীরকে সোনাগাজীতে নিয়ে আসে।
তিনি জানান, তানভীরের বাবা সোনাগাজীর বাইরে থাকায় আজ রবিবার সকালে স্থানীয় ইউপি সদস্য মোঃ আকবর হোসেনের জিম্মায় প্রদান করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ৭ মাস ধরে কোথাও খুঁজে না পাওয়ায় তার আশা ছেড়েই দিয়েছিলাম আমরা।