ফেনী শহরতলীর রাণীরহাট বাজার হতে ২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল বেলা সাড়ে এগারটার দিকে এ অভিযান চালানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান।
গ্রেফতারকৃতরা হল ছাগলনাইয়া দক্ষিণ মটুয়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ সেলিম (২৭) ও তার স্ত্রী নাজমা আক্তার (২৩)।
ওসি জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে রানীরহাট বাজারের হক কমিউনিটি সেন্টারের সামনে হতে তাদের আটক করে ডিবির সদস্যরা। এসময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশী চালালে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এ এন এম নুরুজ্জামান।