ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুরে অভিযান চালিয়ে প্রাইভেট কারে করে পাচারকালে হাসান আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান।
তিনি জানান, তল্লাশী চালিয়ে ওই প্রাইভেট কার হতে বিশেষ কায়দায় লুকানো ১৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
ওসি জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে ভোরে ফতেহপুরের স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ওই প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশী চালানো হয়। গ্রেফতারকৃত হাসান কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত ধনু মিয়ার ছেলে। সে গাড়িটি চালিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এ এন এম নুরুজ্জামান।