ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি কলোনী হতে জুয়ার আসর হতে ২৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়।
তিনি জানান, এসময় তাদের কাছ হতে ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আজ রবিবার (১৯ জুলাই) তাদের বিরুদ্ধে থানায় দুটি পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই দুটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
সুদ্বীপ রায় জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আতোয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় এলাকার একটি কলোনীতে জুয়া খেলা অবস্থায় ২৭জনকে আটক করে পুলিশ। পরে তাদের তল্লাশী চালিয়ে ইয়াবা জব্দ করা হয়। আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।