ফেনী সদর উপজেলার ফতেহপুরে অভিযান চালিয়ে মোঃ মহিউদ্দিন সোহাগ (৩৫) ও মোঃ আইয়ুব (৪৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

বুধবার ( ৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফতেহপুরের ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এএনএম নুরুজ্জামান।

ওসি জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের উপপরির্দশক মোঃ মোতাহার হোসেনের নেতৃত্বে একটি দল। এই সময় ওই দুই মাদকব্যবসায়ীকে ১শ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক সোহাগ জোয়ারকাছাড়ের মোঃ মনু মিয়ার ছেলে ও আইয়ুব মধ্যম জোয়ারকাছাড় এলাকার মৃত সোলাইমান মাষ্টারের ছেলে।

নুরুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।