করোনামুক্ত হয়ে কাজে যোগ দিয়েছেন ফেনী মডেল থানার ৬ পুলিশ সদস্য। গতকাল সোমবার ( ৬ জুলাই) মডেল থানা প্রাঙ্গনে তাদের ফুল দিয়ে শুভকামনা জানিয়ে স্বাগত জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন।
করোনামুক্ত ৬ পুলিশ সদস্য হলেন, উপপরিদর্শক মোঃ রাশেদুল হক, দুলাল মিয়া, রুবেল হোসেন, কনস্টেবল সাইফুল ইসলাম, জাফর উল্লাহ ও হারুন অর রশিদ।
তাদের স্বাগত জানাতে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আলী, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আবু তাহের প্রমুখ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, থানার স্বাভাবিক কর্মকান্ডের পাশাপাশি করোনা মহামারী সংকটকালীন সময়ে দায়িত্বপালন করতে গিয়ে তারা করোনা আক্রান্ত হয়েছিলেন। দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে করোনার সাথে লড়াই করে জয়ী হয়ে তারা আবার কাজে যোগ দিয়েছেন।
এসময় তাদের স্বাস্ব্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন মোঃ আলমগীর হোসেন। এছাড়া তাদের সকলের সুস্থ ও সুন্দর জীবন কামনা করেন তিনি।