ছিনতাইয়ের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ফেনীতে মোঃ ইউনুস নবী বাবু (১৮) ও নাদের মোহাম্মদ ওরফে নাদিম হোসেন (১৮) নামে দুইজনকে আটক করেছে র্যাব-৭। তারা দুজনই কিশোর বয়সী।
গতকাল শনিবার ( ৪ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে শহরের পুরাতন জেল রোড হতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীস্থ র্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান।
তিনি জানান, ছিনতাইয়ের প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালিয়ে ওইস্থান হতে চাকু ও ব্লেডসহ তাদের আটক করা হয়। এর মধ্যে ইউনুস নবী বাবুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিভিন্ন অপরাধে ৬টি এবং নাদের মোহাম্মদ একটি মাদক মামলার এজাভারভুক্ত আসামী। বাবু চট্টগ্রামের সীতাকুন্ডের লাঠিয়াল পাড়ার মোঃ বাহার উদ্দিন এবং নাদের ফুলগাজীর বন্দুয়ার নূর আলমের ছেলে।
মোঃ নুরুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।