ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে অভিযান চালিয়ে মো. ইয়াকুব (৩১) কে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার ( ২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ফেনীস্থ র্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান।
তিনি জানান, গোপন খবর পেয়ে মহিপালের স্টার লাইন বাস কাউন্টারের সামনে হতে ইয়াকুবকে গ্রেফতার করে র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। সে সদরের রতনপুরের আবদুল খালেকের ছেলে। সে ফেনী সদর থানার চুরি মামলায় এজহার নামীয় গ্রেফতারী পরোয়ানভুক্ত পলাতক আসামী।
মোঃ নুরুজ্জামান জানান, তার বিরুদ্ধে আরও ২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।