দাগনভূঞায় এক প্রবাসীর স্ত্রীর সাথে ছিল তার আত্মীয়তার সম্পর্ক। সেই সম্পর্কের সুবাদে ওই নারীর মোবাইল নিয়ে গান শুনত সে। সেই ফাঁকে মোবাইলটি ঘাঁটাঘাঁটি করে ওই নারী এবং তার স্বামীর অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও চুরি করে সে। শুধু চুরিই করেনি, সেইসব আবার পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেয়।
এ ঘটনায় আজ মঙ্গলবার (২ জুন দাগনভূঞা থানায় ভুক্তভোগী ওই নারীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা মামলায় ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম নুরুজ্জামান।
নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃত ওই যুবকের নাম মোঃ ইকবাল হোসেন প্রকাশ রনি (২৭)। মঙ্গলবার দুপুরে দাগনভূঞা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। সে সেকেন্দরপুরের (কাজিম পাটোয়ারী বাড়ী) আনোয়ার হোসেন স্বপনের ছেলে। সে প্রবাসীর স্ত্রীর অনুমতি ব্যতিরেকে ওইসব ছবি এবং ভিডিও পরিচয় গোপন রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় আজ ওই প্রবাসীর স্ত্রী থানায় মামলা দায়ের করেন।
তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে জানান ওসি।