ফেনী মডেল থানায় আগত সকলকে প্রবেশ করতে হলে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। অন্যথায় দায়িত্বরত কর্মকর্তা কাউকে থানায় ঢুকতে দেবেন না বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।


মঙ্গলবার (১৯ মে) রাতে তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে থানায় জীবাণুনাশক বুথ স্থাপন করা হয়েছে। থানায় ঢোকার আগে প্রত্যেককেই বুথে সংযুক্ত সুইচ চালু করে জীবাণুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে।


ওসি বলেন, আপনি সুস্থ থাকলে, আপনার পরিবারও সুস্থ থাকবে। সেক্ষেত্রে সকলকে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে সচেতন হতে হবে।


অপরদিকে সোনাগাজী থানায় একই উদ্যোগ নেয়া হয়েছে বলেন জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। তিনি বলেন, আমরাও থানার প্রবেশ মুখে জীবাণূনাশক বুথ স্থাপন করেছি। সবার নিরাপত্তা ও সংক্রমণের ঝুঁকি কমাতে পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর পরামর্শে এটি স্থাপন করা হয়েছে।


ফুলগাজীতেও জীবানুনাশক বুথ চালু করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কতুব উদ্দিন।


জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণের শুরু হতে এ পর্যন্ত কয়েক হাজার পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন অনেকজন।