ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজারে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ভাইকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৫ মে) রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীস্থ র‌্যাব-৭ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পরিচালক মোঃ নুরুজ্জামান।


তিনি জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পারি ওই দুই মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী বাজারে অবস্থান করছে। তাদের ধরতে অভিযান চালায় র‌্যাব। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় মোঃ জাহাঙ্গীর (৪০) ও মোঃ কামরুল ইসলাম @ ছোটন মিয়া (৩৫) নামে দুই ভাইকে আটক করে র‌্যাব। তাদের সাথে থাকা একটি চটের বস্তার ভেতর তল্লাশী কওে ৩ লাখ ৪ হাজার টাকা মূল্য মানের ১৯ কেজি গাঁজা পাই আমরা। আটকৃতরা কুমিল্লার চৌদ্দগ্রামের সৈয়দপুরের মৃত বশির আহম্মদের ছেলে।


মোঃ নুরুজ্জামান জানান, তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য পাচার ও ব্যবসায় জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।