ফেনীতে ৪০ টাকা মূল্যের হ্যাক্সিসল ১২০ টাকায় কিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী কার্যালয়ে অভিযোগ করেন এক ভোক্তা। তার অভিযোগের ভিত্তিতে আজ রবিবার (২২ মার্চ) দুপুরে ওই ফার্মেসীতে অভিযান চালায় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা। এসময় প্রতিষ্ঠানটির ৬ হাজার টাকার জরিমানা করেন তিনি। নিয়ম অনুসারে অভিযোগকারীকে আদায়কৃত জরিমানার ২৫% হিসাবে ১ হাজার ৫শ টাকা পুরস্কার প্রদান করা হয়।


সোহেল চাকমা জানান, কাজী হাবিবুল্লাহ সুমন নামে একজন ভোক্তা আজ সকালে ট্রাংক রোডস্থ আইনজীবী মার্কেটের ৩য় তলায় সান সার্জিক্যাল হতে একটি হ্যাক্সিসল কেনেন। তার কাছে ৪০ টাকার দ্রব্যটির দাম রাখা হয় ১২০ টাকা। এ অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার ১৫% অর্থ ভোক্তাকে পুরস্কার হিসেবে প্রদান করা হয়।


তিনি জানান, দিনের অপর অভিযানে ফেনী সদরের ফাজিলপুর, কসকা ও লেমুয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় বেশিদামে পণ্য বিক্রি করায় ওইসব বাজারের ৫জন দোকানীর মোট ২৩ হাজার টাকার জরিমানা করা হয়েছে।


সোহেল চাকমা বলেন, করোনা ইস্যুকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।