ফেনীতে বেশি দামে চাল বিক্রি করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় ফেনী বড় বাজারের কমলাপট্টিতে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ এ জরিমানা করেন।
তিনি জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও বেশি দামে চাল বিক্রি করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুসারে আরিফ ট্রেডার্স’র ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাস শংকায় বিশ্বব্যাপী আতংক বিরাজ করছে। কিন্তু ফেনীতে হঠাৎ করেই নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়তে থাকে। গত এক সপ্তাহে বস্তা প্রতি চালের দাম ৩শ হতে ৫শ টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। বাজারের অস্বাভাবিক উর্ধ্বগতি ঠেকাতে জেলাব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। আজ সকালে ফেনীর ৩ উপজেলায় পৃথক অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৯ প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।