দোকানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় রাখায় দাগনভূঞায় ৪ দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।
সোহেল চাকমা জানান, আজ উপজেলার বেকের বাজার, সিলোনিয়া বাজার ও মোল্লাঘাটা বাজারে ৪টি দোকানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় জব্দ করে সরিয়ে ফেলা হয়।
এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।