ফেনীতে অভিযান চালিয়ে মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত মোঃ সাহাব উদ্দিন (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পরশুরামের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, গ্রেফতারকৃত সাহাব উদ্দিন ফুলগাজী থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে এছাড়াও ৫টি মাদক মামলা রয়েছে। সে ফুলগাজী উপজেলার দক্ষিণ জামমুড়ার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। আজ দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোঃ নুরুজ্জামানা জানান, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।