৭ মার্চ ঐতিহাসিক দিবসে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। আজ শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের জেল রোডে জেলা পুশিল প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় পুলিশ সুপার কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সশ্রদ্ধ সালাম প্রদর্শন করেন।
শ্রদ্ধা জানানো শেষে জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ৭ই মার্চের ভাষণের উপর আলোচনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার। এসময় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ জনতার’ এ প্রতিপাদ্যের স্বার্থকতা অর্জনে সকল পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও আন্তকিতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন। এসময় তারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সাইকুল আহমেদ ভুঞাসহ পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত সদস্যরা উপস্থিত ছিলেন।