ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি শুসেন চন্দ্র শীলের মাতা বিমলা রাণী শীলের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সদরের বালিগাঁও ইউনিয়নের ড. পরলাল শীলের বাড়িতে আয়োজিত এ শ্রাদ্ধ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশ নেয়।


ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান, ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আকরামুজ্জমান,সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মুজমদার, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরীসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নিয়ে শুসেন চন্দ্র শীলের পরলোকগত মাতার আত্মার শান্তি কামনা করেন।


এছাড়াও শ্রাদ্ধ অনুষ্ঠানে বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য শুসেন চন্দ্র শীল সকলকে ধন্যবাদ জানান। এসময় মায়ের আত্মার শান্তি কামনায় সকলের নিকট প্রার্থনা কামনা করেন তিনি।


গতবছরের ৩১ ডিসেম্বর আনুমানিক দুপুর আড়াইটায় বিমলা রাণী শীল ঢাকার শমরিতা হাসাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।