ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিকে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন ও আলাউদ্দিন নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত শাহাদাত হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত শাহাদাত হোসেন জানান, তারা দুজন মোটরসাইকেলযোগে কক্সবাজার হতে চাঁদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ফেনীর বিসিকে চৌদ্দগ্রামগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দিলে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে যান তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এতে আলাউদ্দিন নামে অপর আরোহী আলাউদ্দিন আহত হন। তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।
ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসক ডাঃ নাজমুল হাসান শাম্মি জানান, গুরুতর আহত শাহাদাতকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত শাহাদাত চাঁদপুরের শ্রীরামপুরের মোঃ ইব্রাহিমের ছেলে।