১৫ জানুয়ারি ২০২০ ।। শহর প্রতিনিধি ।।
ফেনীতে জাকির হোসেন (৩০) নামে এক সিএনজি অটোরিকশা চালককে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে ফেনীর বারাহীপুরের বরইয়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। আহত চালক বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত চালক জাকির হোসেনের সাথে কথা বলে জানা যায়, আজ সকালে সিএনজি অটোরিকশার গ্যাস নিতে ফতেহপুরে স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনের উদ্দেশ্যে হাসপাতাল মোড় হতে রওনা হন তিনি। পথিমধ্যে পেছন থেকে একটি সিএনজি অটোরিকশা করে ছিনতাইকারীরা তাকে ধাওয়া করে। বরইয়া রাস্তার মাথায় পৌঁছালে তার সিএনজির গতিরোধ করে গাড়িটি ছিনিয়ে নেবার চেষ্টা করে তিনজনের ছিনতাইকারী দল। এসময় গাড়ির চাবি ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা প্রদান করলে তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে ছিনতাকারীরা। প্রাণ বাঁচাতে তিনি গাড়ি ঘুরিয়ে সোজা হাসপাতালে চলে আসেন। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক তার চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেন।
আহত জাকির ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তারাকুচা গ্রামের ছালাম উদ্দিনের ছেলে। সে ফেনী-ফুলগাজী রোডে সিএনজি চালায়।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
আহত জাকিরের স্ত্রী রাহেনা আক্তার জানান, আমার স্বামী হামলাকারীদের চিনতে পারে নি তাই মামলা দায়ের করতে চাই না।