ফেনীতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় কবির আহমেদ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির আহমেদ ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় এলাকার মৃত বজলের রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত পরিবহনের একটি বাস মহাসড়কের লেমুয়া এলাকা অতিক্রম করার সময় কবির আহমেদ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাসটি সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ধাওয়া করে ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।
নিহতের ভাতিজা সাহাব উদ্দিন বলেন, আমার চাচা রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ বাড়িতে নিয়ে আসি। পরে পুলিশ এসে মরদেহ আবার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. কবির হোসেন বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আটক বাস ও পালিয়ে যাওয়া চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
