ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারের মো. বাকের নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তার সুমন ও রনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে লেমুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শরিফ, সুমন ও রনি নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে লেমুয়া দেয়ানজি বাড়ির পুকুরপাড় এলাকায় মো. বাকের নামে এ পাইকারি ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন ও বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো তার জ্ঞান ফেরেনি।
বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, সুমন ও রনি দুজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাদের জবানবন্দি অনুযায়ী এ হামলায় মূল ভূমিকা ছিল শরিফের। শরিফ মাথায় ধারালো অস্ত্র দিয়ে বাকেরকে আঘাত করেছিল।