ফেনী সদর উপজেলার মডেল ছনুয়া ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে তেতৈয়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “জামায়াত এখন বেহেশতের চাবি নিয়ে ভোট চাইছে, আর তারেক রহমান দেশের মুক্তির জন্য ৩১ দফা কর্মসূচি দিয়েছেন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল আলম, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজী এবং ঢাকা তেজগাঁও বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ মিলন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মডেল ছনুয়া ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য ইকবাল হোসেন জনি