ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের পাশে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

জেলা প্রশাসন সূত্র জানায়, এ জায়গা অবৈধ দখলমুক্ত করার বিষয়ে সুপ্রিম কোর্ট ২০২২ সালে একটি রায় দিলেও তার অনুলিপি হাতে আসে ২০২৫ সালে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতক ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন বলেন, অবৈধ দখল উচ্ছেদে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের সভাপতি ফাহমিদা হক দৈনিক ফেনীকে বলেন, রায়ের অনুলিপি হাতে পেয়ে আইনানুগভাবে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। বুধবার থেকে এ জায়গায় সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হবে। এ ভূমি উদ্ধারের মধ্য দিয়ে অবশেষে আমাদের স্কুলের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে। কক্ষের সংকটে বহু শিক্ষার্থীকে ভর্তি করাতে পারছিলাম না।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষার মান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে শিক্ষক নিয়োগ শেষ হয়েছে। ফেনীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যেই ভবন নির্মাণে কাজ শুরু হবে।