৮ ডিসেম্বর ২০১৯ ।। সদর প্রতিনিধি ।।


শোকে ও শ্রদ্ধায় চিরশয্যায় শায়িত হলেন ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলার কালিদহ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল হাসেম। আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় দলমত নির্বিশেষে ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে কালিদহ উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে মাইজবাড়িয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


জানাযাপূর্বে মরহুমের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য বলেন, মরহুম আবুল হাশেম সাহেব অনেক ভালো মানুষ ছিলেন। তার মৃত্যুতে জেলা আওয়ামীলীগ একজন ত্যাগী নেতাকে হারিয়েছে, এ শুন্যতা কখনো পূরণ হবার নয়। এসময় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌর আওয়ামী লীগ সভাপতি আয়নুল কবির শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম, কালিদহ ইউপি চেয়ারম্যান দিদারুল আলম দিদার, সিলোনিয়া জামেয়া রশিদিয়া মাদ্রাসার মুফতি আহমেদ উল্লাহ, মরহুমের বড় ভাই মাইজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।


জানাযার নামাজে ইমামতি করেন রশিদীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতী মাওলানা শহিদুল্লাহ। জানাযায় জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, কালিদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ, জেলা পরিষদ সদস্য মাহবুবুল হক লিটন, এডভোকেট জাহিদ হোসেন খসরু, শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার মোসাদ্দেক আলী, ফাজিলপুর  ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, লেমুয়া ইউপি চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাসিম, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ, ধলিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মুন্সি, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল আলম মিষ্টার প্রমুখ।

এছাড়া জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার সহ বিএনপির নেতাকর্মীরা জানাযায় অংশগ্রহন করেন।


গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি হাপসাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন হাসেম চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।