ফেনী জেলা যুবলীগের সহ সম্পাদক এস আলম সবুজের বড় ভাই নুরুল হুদা শামীমের (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (৭ মার্চ) বিকালে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই দিন রাত ১১ টার দিকে ফেনী সদরের ছনুয়ায় চেয়ারম্যান বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযায় অংশ নেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্থানীয় ইউপি চেয়ারম্যান করিম উল্লাহ বিকম, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরীসহ আত্মীয়-স্বজন ও আওয়ামী লীগ নেতারা।
শামীমের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ নিজাম হাজারী ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে শামীম কিডনি জটিলতায় ভুগছিলেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে। ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন এস আলম সবুজ।