ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, এনটিভি ও জনকণ্ঠ প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলালের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সভা শেষে দোয়া মিলাদ পরিচালনা করেন ফেনী বড় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।
ইউনিটির সভাপতি ও দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের পরিচালনায় সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল ছাড়াও দোয়া মিলাদে অংশ নেন ইউনিটির সাবেক সভাপতি ও সমকাল নিজস্ব প্রতিবেদক শাহজালাল রতন, ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি শুকদেব নাথ তপন, ইউনিটির সহ-সভাপতি ও যুগান্তর স্টাফ রিপোর্টার যতন মজুমদার, ইউনিটির সাবেক সহ-সভাপতি ও মসিমেলা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, ইউনিটির সাবেক সভাপতি ও একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, সহ-সাধারণ সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, কোষাধ্যক্ষ ও বণিক বার্তা প্রতিনিধি নুর উল্যাহ কায়সার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কৃষান মোশাররফ, দপ্তর ও প্রচার সম্পাদক তোফায়েল আহম্মদ নিলয়, নির্বাহী সদস্য ও এটিএন নিউজের ফেনী প্রতিনিধি দিদারুল আলম, সদস্য ও দৈনিক প্রভাত আলো বার্তা সম্পাদক এম এ জাফর প্রমুখ।
উল্লেখ; আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য ভারতের যাবেন ফেনীর প্রখ্যাত সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল।