গরু ব্যবসায়ীকে হত্যার দায়ে অভিযুক্ত ফেনী পৌর ৬ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম পলাতক থাকায় ৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়াকে ওই ওয়ার্ডের দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, ৬নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম দীর্ঘদিন অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩৯ (২) অনুচ্ছেদ ৭ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়াকে ৬নাম্বার ওয়ার্ড এর সার্বিক দায়িত্ব প্রদান করা হলো।
এ ব্যাপারে কাউন্সিলর বাহার মিয়া জানান, ওয়ার্ড দুটি পাশাপাশি হওয়ায় আমাকে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। বর্তমানে ৬ নাম্বার ওয়ার্ডটি অগোছালো অবস্থায় রয়েছে। আমাদের পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নির্দেশক্রমে এ ওয়ার্ডকে সচল রাখতে দিনরাত পরিশ্রম করে যাব।
উল্লেখ্য, গত ১৬ জুলাই (শুক্রবার) সকাল ৭টায় সুলতানপুরের আমিন বাজার সড়কের পাশের একটি পুকুর হতে শাহজালাল নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদী হয়ে ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালামকে প্রধান আসামী করে আরও তিনজনের নামোল্লেখে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে কালাম পালিয়ে গেছেন।