ফেনী সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় শুসেন চন্দ্র শীলকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফেনী ডায়াবেটিক সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও হাসপতালের কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ফেনী ডায়াবেটিক সমিতি কার্যকরী কমিটির সহ-সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব-নির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন।
হাসপাতালের কোষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-সহ-সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, যুগ্ন-সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), যুগ্ন-কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন ডালিম, সদস্য আলহাজ¦ হারুন অর রশিদ মজুমদার, মনসুর উদ্দিন, ফরিদ আহম্মদ ভূঁইয়া, সাহাব উদ্দিন আহমেদ শিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজীব খগেশ দত্ত, হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুস, প্রজেক্ট মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার মো. দেলোয়ার হোসেন, জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. সোহেল রানা প্রমুখ।
উল্লেখ্য, শুসেন চন্দ্র শীল ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।