জেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মরহুম আজিজ আহম্মদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে জেলা পরিষদ ফেনী।
আজ মঙ্গলবার (৭ আগস্ট) সকালে জেলা পরিষদ হল রুমে আয়োজিত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
মিলাদ মাহফিলে আজিজ আহম্মদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল হক।