ফেনী সদর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে হলে ভোটে নামতে হবে। ভোট প্রদান করবেন সদর উপজেলা ও ১২ ইউনিয়নের ২৬ সভাপতি-সম্পাদক এবং পৌর আওয়ামী লীগ ও ১৮ ওয়ার্ডের ৩৮ সভাপতি-সম্পাদক। তবে বহিস্কৃতরা এর আওতাভূক্ত নয়। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ খন্দকার। তিনি জানান, আগামীকাল (শনিবার) ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হবে।
 
এর আগে আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আবেদনের তারিখ ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। দপ্তর সম্পাদক একে শহীদ খন্দকার স্বাক্ষরিত বার্তায় আগামীকাল ও পরশু (৪ ও ৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেনী পৌর লির্বার্টি মার্কেটে দলের অস্থায়ী কার্যালয় হতে আগ্রহীদের নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে বলা হয়েছে।
 
একই বার্তায় দলীয় প্রার্থী মনোনয়নে নির্বাচন কমিশন গঠনের কথা জানানো হয়। এতে আহবায়ক হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার আলি হায়দার, সদস্য এডভোকেট নুর হোসেন এবং সদস্য-সচিব হয়েছেন একে শহীদ খন্দকার।