ফেনীতে মহামারী করোনা সংক্রমণ রোধে জেলা ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ফেনী পৌর ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকা রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৩০ জুলাই) দুপুরে শহরের বারাহীপুর সাহেব বাজার এলাকায় করোনা টিকা রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করেন ফেনী জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর আওয়ামী লীগ সহ সভাপতি মাসুদ রেজা নুর, সাংগঠনিক সম্পাদক এম সাইফউদ্দিন রুপম, পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা ভূঁঞা, জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম উদ্দীন আল রিয়াজ।
উদ্বোধনকালে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ বলেন, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি'র নির্দেশে করোনা টিকা রেজিষ্ট্রেশনে জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিট কাজ করে চলছে।
পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু বলেন, ফেনীর সকল জনগণকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে ফেনী পৌর ছাত্রলীগের আওতাধীন ১৮টি ওয়ার্ডে ছাত্রলীগ রেজিষ্ট্রেশন বুথ চালু রেখেছে। এতে করে মানুষজন খুব সহজে রেজিষ্ট্রেশন করতে পারবেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বুথগুলোতে রেজিষ্ট্রেশন চলমান থাকবে।
পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম সাইফউদ্দিন রুপম বলেন, ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ যেন টিকা রেজিষ্ট্রেশন করতে বুথে আসেন সে লক্ষ্যে আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আজিজ তালুকদার, পৌর ছাত্রলীগ সদস্য রায়হান হাবিব খাঁন শাকিল, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ছাত্রলীগ কর্মী শাহাদাতসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।