আসন্ন কুরবানি ঈদ উপলক্ষ্যে গরু চুরি রোধে ৬ নম্বর ওয়ার্ড বাসিন্দাদের সতর্ক বার্তা দিয়েছিলেন গরু ব্যবসায়ী শাহজালাল হত্যাকাণ্ডের প্রধান আসামী কাউন্সিলর আবুল কালাম। উক্ত সতর্ক বার্তায় গরু চোর সন্দেহে কাউকে দেখতে পেলে তাকে জানানোর জন্য অনুরোধও করেছিলেন কালাম। গত ২ জুলাই নিজের দাপ্তরিক প্যাডে এমন এক সতর্ক বার্তা মসজিদে মসজিদে প্রেরণ করেন তিনি।
কাউন্সিলর আবুল কালামের দেয়া সে সতর্ক বার্তাটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল- সম্মানিত ০৬ নং ওয়ার্ড বাসী আসসলামুআলাইকুম, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কিছুদিন যাবৎ আমরা সকলে লক্ষ্য করছি যে, আগামী কোরবানীর ঈদকে সামনে রেখে আমাদের ৬নং ওয়ার্ড জুড়ে গবাদিপশু অর্থাৎ গরুচুরির প্রবণতার হার আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে। তাই আপনারা সকলেই আপনাদের গবাদিপশু গুলো নিরাপদ স্থানে রাখুন। নিজে সচেতন হোন এবং অন্যদেরকেও সচেতন করুন। আপনাদের আশে-পাশে যদি কোন সন্দেহভাজন ব্যক্তি অথবা গাড়ি সন্ধ্যার পর দেখতে পান, তাহলে সাথে সাথে ৯৯৯-এ কল করুন অথবা ৬নং ওয়ার্ড কাউন্সিলর-এর সাথে যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে ০১৭১১২০ ৪২২০ । গরু চুরি রোধে সতর্ক বার্তা দিয়ে নিজেই চাঁদাবাজি করতে এসে মানুষ হত্যার মতো অপরাধ সংঘটনের অভিযোগে কাউন্সিলর কালাম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়ে কালাম এলাকায় চাঁদাবাজি ও মাদকের কারবার শুরু করেছিল। প্রাণভয়ে বাসিন্দারা কালামের সকল অপরাধ মুখ বুজে সহ্য করছে।