করোনায় সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধে কর্মহীনদের জন্য বরাদ্দকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘খাদ্য সামগ্রী’ পেয়েছে ফেনী সদরের কাজীরবাগের ৫শ ৯৬ পরিবার। আজ রবিবার (১১ জুলাই) সকালে কাজীরবাগ ইউনিয়ন পরিষদে খাদ্য সহায়তা বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. কাজী বুলবুল আহমেদ সোহাগ।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন মুরাদ, উপজেলা সমাজসেবা অফিসের কারিগরি প্রশিক্ষক ছায়েরা খাতুন, ফিল্ড অফিসার খুরশিদ আলম পাটোয়ারি, স্থানীয় ইউপি সদস্য মো. নবী, আবু ইউসুফ সুজন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষণ বনিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিশোর দে, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. রিয়াদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ।
কাজীরবাগ ইউপি চেয়ারম্যান জানান, স্বাস্থ্যবিধি মেনে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরও জানান, ফেনী-২ আসনের সাংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপির দিকনির্দেশনা মেনে ইউনিয়নের বাসিন্দাদের জন্য সরকারের যে কোন সহায়তা স্বচ্ছতার সাথে বিতরণে আমরা বদ্ধপরিকর।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল দেয়া হয়েছে।
খাদ্য সহায়তা পেয়ে ষাটোর্ধ্ব সামসুন নাহার নামে এক নারী বলেন, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে কোনরকম খেয়ে পড়ে বেঁচে আছি। লকডাউনে কারও কাছ থেকে চাইতেও পারছি না। প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাওয়ায় অন্তত কয়েক দিনের জন্য হলেও খেতে পারব।