নির্দিষ্ট জায়গায় দোকানের ময়লা না ফেলে যত্রতত্র ফেলে রাখায় এক মুদি দোকানীকে অভিনব শাস্তি দিয়েছেন ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পৌরসভার কর্মী দিয়ে ফেনী পৌরসভার সামনের রাস্তা থেকে ময়লা তুলে সেই দোকানের সামনে ও ভেতরে ফেরত পাঠিয়েছেন তিনি। আজ রবিবার (৩ জুলাই) ফেনী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই দোকানীকে বারবার নির্দেশ দেবার পরও তিনি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলেন নি। বিকালে হাঁটতে বের হয়ে বিষয়টি দেখতে পেয়ে তৎক্ষণাত পৌরসভার কর্মীকে ময়লা তুলে তার দোকানে রেখে আসতে নির্দেশ দেন তিনি। পৌর কর্মীও আদেশ পেয়ে দেরি করেন নি। ময়লা তুলে দোকানের ভেতরে রেখে আসেন তিনি। তানজীর হোসেন নামে একজন সেই ভিডিও ধারণ করে ‘আমাদের ফেনী’ নামে ফেইসবুক গ্রুপে সেটি প্রকাশ করেন। আর মুহুর্তেই সেটি ভাইরাল হয়ে পড়ে। পৌর মেয়র এক কার্যক্রমকে প্রশংসার চোখে দেখছেন নেটিজেনরা। তার এ কার্যক্রমকে ধন্যবাদ দিচ্ছেন সকলে।
নজরুল ইসলাম নামে একজন মন্তব্য করেছেন, ‘উচিত বিচার। সব দোকানদার সচেতন হোন, তাহলে শহর পরিষ্কার থাকবে।’
নিপা নামে অপর একজন মন্তব্য করেছেন, খালি ১/২ জন না যারাই এরকম করবে সবাইকে এভাবে শায়েস্তা করা দরকার।
অপর একজন মন্তব্য করেছেন, ‘ধন্যবাদ মেয়র সাহেব। এভাবেই একদিন আমরা একটি পরিবর্তনশীল বাংলাদেশ পাবো।’
ফেনী পৌরসভা সূত্র জানায়, ফেনী শহরে ২৫ হাজারের মত দোকান থাকলেও পৌরসভার ট্রেড লাইসেন্স রয়েছে ১৫ হাজারের।