ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর আমন্ত্রণে ফেনীতে এসেছেন নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের বহু হিট-সুপারহিট সিনেমার তারকা নায়ক ওমর সানি। আজ শনিবার (৫ জুন) ফেনী পৌরসভায় আসেন তিনি। এরপর নিজ হাতে শিশুদের ভিটামিন এ খাইয়ে দিয়ে পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন ওমর সানী।
এসময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সাংসদ নিজাম উদ্দিন হাজারীর এপিএস ও যুবলীগ নেতা এস আলম সবুজ, ফেনী পৌর যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম ভূঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেনীতে আসার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওমর সানী বলেন, ফেনীকে দেখে মুগ্ধ হয়েছি। সাজানো গোছানো পরিপাটি শহর। নজরুল ইসলাম স্বপন মিয়াজী আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সাড়া না দিয়ে পারিনি। শিশুদের টিকাদানে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভীষণ ভালো লাগছে।
নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রমকে রঙিন করে তুলতে ওমর সানী ফেনীতে এসেছেন। তাকে দেখে যাতে সবাই এ ক্যাম্পেইনের প্রতি আকৃষ্ট হন এবং শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে উৎসাহ পান।