২৮ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ফতেহপুরে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে স্টার লাইন সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে।


মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোঃ আসাদুজ্জামান জনান, ফতেহপুরে স্টারলাইন পাম্পের সামনে দাঁড়ানো অবস্থায় একটি ট্রাকের পেছনে একটি পিকআপ জোরে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক বেলাল হোসেন (২৬), হেলপার আবুল কালাম (৩০) ও চালকের ভাই মোঃ আবুল কালাম (২০) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে চালক বেলাল হোসেন মারা যায়।


ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শহিদুল্লাহ জানান, নিহত বেলালের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


তিনি জানান, গাড়ির হেলপার আবুল কালামের দুই হাত ও মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিকআপে থাকা চালকের সহোদর মোঃ আবুল কালাম ফেনী জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।


নিহত বেলাল হোসেন ও আহত মোঃ আবুল কালাম চট্টগ্রামের মিরসরাইয়ের সিকান্দারপুরের তাজুল ইসলামের ছেলে।