২৫ মার্চ গণহত্যা দিবস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ফেনীতে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখা। গত শুক্রবার (২৫ মার্চ) জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম জাকারিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা ও বিপিজেএ ফেনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজনের প্রশংসা করে ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বলেন, প্রদর্শনীতে বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের অনেক গুরুত্বপ’র্ণ দলিল চমৎকারভাবে এখানে স্থান পেয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্মসহ সকলকে জানতে পারছে স্বাধীনতা যুদ্ধে কার কি অবদান। ভিন্নধর্মী এ প্রদর্শনী দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। এসোসিয়েশনের সভাপতি জুলহাস তালুকদার বলেন, তরুণ প্রজন্মের মাঝে স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়ে দিতে জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানান। প্রদর্শনীর মাধ্যমে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দেবার পাশাপাশি দেশেপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য।