মাঝারি সাইজের একটি কাঠালের দাম হাঁকা হয়েছে ১২শ টাকা। গতকাল সোমবার (০৮ ফেব্রুয়ারী) ফেনী শহরের ট্রাংক রোডের রাজ্জাক ট্রেডার্স নামের একটি ফলের দোকানে দেখা মেলে এক জোড়া কাঁঠালের, যার প্রতিটির দাম ১২শ টাকা বলে হেঁকেছেন ফল দোকানী। খাগড়াছড়ির একটি উপজাতি পরিবারের বাগান থেকে কাঁঠালগুলো ফেনীতে আনা হয়েছে বলে দোকানী রুবেল জানান।
রুবেল জানান, মৌসুম না হওয়ায় কাঁঠালের দাম চড়া। ইতোমধ্যেই কয়েকজন ক্রেতা একটি ৮শ টাকা দরদাম করলেও বিক্রি করেন নি তিনি। অসময়ের কাঁঠালের স্বাদ নিতে বেশী দাম হলেও এগুলো বিক্রি হবে আশা রুবেলের।