এবারের নির্বাচনে মেয়র পদে প্রবীণদের চেয়ে নবীনদের প্রাধান্য লক্ষ্য করা গেছে। নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক আন্দোলন- পাঁচ দলের মেয়র প্রার্থী। এবারের পৌরসভায় দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। উৎসবমুখর পরিবেশে ভোটের জন্য ভোটারের পাশাপাশি প্রস্তুত রয়েছেন সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা।
পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ দলের ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করলেও বরাবরের মতই ভোটের প্রতিদ্বন্দ্বীতা হবে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতীক নৌকা আর বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থীর মধ্যে। নির্বাচনে মেয়র প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী আলাল উদ্দিন আলাল (ধানের শীষ), জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন (লাঙ্গল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) তারিকুল ইসলাম (সিংহ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ গোলামুর রহমান আজম (হাত পাখা)।
প্রার্থী ৫ জনের মধ্যে একমাত্র বিএনপির প্রার্থী আলাল উদ্দিন আলাল ছাড়া আর বাকী সকলেই বয়সে তরুণ। এর আগে গত ২০১৪ সালের ফেনী পৌর উপ নির্বাচনে মেয়র পদে তৎকালীন জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাজী আলাউদ্দিনকে মহাজোট সমর্থন দেয়। নির্বাচনে তৎকালীন পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল ভাতিজা হাজী আলাউদ্দিনের কাছে পরাজিত হন। সে নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন আলাউদ্দিন। এরপর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পৌর নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এবার ক্ষমতার পালাবদল হবে, নাকি আগের মতই হবে, সে নিয়ে নানা জল্পনা কল্পনা।
আওয়ামী লীগের প্রার্থী স্বপন মিয়াজী নির্বাচনে নিজের প্রতিপাদ্য নির্ধারণ করেছেন ‘তারুণ্যের পরিকল্পনায় গড়ে উঠবে পরিকল্পিত নগরী, শহর হবে নগর’। অন্যদিকে বিএনপির প্রার্থী আলাল উদ্দিন আলাল নির্বাচনকে ‘গণতন্ত্র’ পুনরুদ্ধারের মাধ্যম হিসেবে দেখছেন। অন্য প্রার্থীরাও নিজেদের নানা পৌর উন্নয়নে নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছেন।
তবে নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে আওয়ামী লীগ নিশ্চিন্ত থাকলেও শংকা বিরাজ করছে অন্য প্রার্থীদের মাঝে। গত বুধবার (২৭ জানুয়ারি) আলাল উদ্দিন আলাল বলেন, একটি সুষ্ঠু নির্বাচন সব মানুষের কাম্য। জনগণের ভোটের মাধ্যমে ফিরে আসুক ভ্রাতৃত্বের বন্ধন।
নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এক পথসভায় সাবেক ছাত্রলীগ নেতা ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন নাসিম বলেন, সবাই নিজের মতাদর্শ অনুযায়ী রাজনীতি করবে, কিন্তু এই ফেনী সবার। এর সকল প্রকার নাগরিক সুবিধা বাস্তবায়ন এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে স্বপন মিয়াজীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। নাসিম বলেন, পৌর নির্বাচনে আওয়ামী লীগ না জিতলে সরকার পতন হবে না। তবে অন্য দলের প্রার্থী মেয়র নির্বাচিত হলে ফেনীর উন্নয়নের ধারাবাহিকতা থমকে যাবে।
একই ভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন বিএনপির এক পথসভায় বলেন, গণতন্ত্রের মাধ্যমে বিজয়ের মধ্যে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আর সে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে পৌর নির্বাচনে ভোট দিতে সকলকে কেন্দ্রে আসতে হবে। ভোটের মাধ্যমে যিনি জয়ী হবেন তাকে আমরা শ্রদ্ধা জানাব।