ফেনীতে ট্রেনে কাটা পড়ে আলী আশরাফ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে শহরের গুদাম কোয়ার্টার রেল গেইট ক্রসিংয়ে এ ঘটনা ঘটেছে বলে জানান ফেনী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম।
তিনি জানান, নিহত ব্যক্তির বাড়ি শহরের বিরিঞ্চি এলাকায়। তিনি জানান, দোকানে চা খেতে এসে বাসায় ফেরার পথে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মারা যান তিনি।