২৪ নভেম্বর, ২০১৯ ।। সদর সংবাদদাতা।।


আবারও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন। জেলা পর্যায়ে ২০১৭-১৮ইং সালের ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রতিবেদনে সোনাগাজী মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু ও ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুল হক রিপন যৌথভাবে জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।


স্থানীয় সরকার মন্ত্রণালয় হতে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে অবহিত করা হয়।


প্রেরিত চিঠি হতে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ফাজিলপুর ইউনিয়ন পরিষদ ২০১৭-২০১৮ ইং অর্থ বছরে ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ শীর্ষক উন্নয়ন বাজেটে দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়নের ভিত্তিতে তাদের নির্বাচিত করা হয়েছে।


এছাড়া ২০১৭-১৮ইং অর্থবছরে জেলা দ্বিতীয় শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টু ও ৩য় হন ফেনী সদরের শর্শদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জানে আলম।